ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৪৫,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫২০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ফ্রান্সে সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব বাংলাদেশের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে । রোববার স্থানীয় লা কর্ণব মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য উদ্ভোধনী অনুষ্ঠানের। এ সময় প্যারিসে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন এবং সাধারন সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফ্রান্স আওয়ামিলীগ এর সহ-সভাপতি কামরুল হাসান বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,আব্দুল আহাদ, গিয়াস উদ্দিন, মুসলিম রুমেল, সালেহ আহমেদ,হারুনুর রশিদ ও স্বপন আহমেদ প্রমুখ ।
টুর্নামেন্টে গোলাপগঞ্জ উপজেলা একাদশ সিলেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রানার্স আপ হয় বাংলাদেশ লাল সবুজ একাদশ ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।পুরস্কার বিতরণ করেন ,রিয়াজুল ইসলাম , আব্দুল আহাদ , হারুনুর রশিদ ,শাহ আলম মায়া, নুরুল ইসলাম কামাল মিয়া, তাজুল আহমেদ, শোহাগ সারওয়ার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই ধরনের আয়োজনে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বাংলা কৃষ্টি কালচার তুলে ধরতে সাহায্য করবে। এধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা সবাই একত্রিত হতে পারে এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিতে পারবে ।