বর্ণ্যাঢ্য আয়োজনে ফ্রান্সে শেখ হাসিনার জন্মদিন পালিত
প্রকাশিত হয়েছে : ৯:০১:০৮,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ফ্রান্সে শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে | শনিবার বিকেলে প্যারিসের লা সাপেলের একটি হলে অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় | ফ্রান্স আওয়ামীলীগ আয়োজিত জন্মদিনের অনুষ্টানে সংগঠনের ও ভ্রাতিপ্রতিম সংগঠনের বিপুল সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন |
জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফ্রান্স আওয়ামীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় জন্মদিনের অনূস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ , সিনিয়র সহ-সভাপতিএম এ কাশেম, সহ-সভাপতি আবুল কাসেমসহ, মুক্তিযোদ্ধা কামরুল হোসেন বকুল, সুনাম উদ্দিন খালেক, মোহাম্মদ শাহেদ আলী, মঞ্জুরুল হাসান সেলিম, অবনী চন্দ্র দাস গুপ্ত অন্যান্যরা।
শেখ হাসিনাকে বাংলাদেশের স্বপ্নসারথি উল্লেখ করে তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বাংলাদেশের কাতারে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করে বক্তারা বলেন,এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনাকে দেয়া ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ সম্মাননায় পুরো জাতি গৌরবান্বিত হয়েছে ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, অধ্যাপক অপু আলম,সাংগঠনিক সম্পাদক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, আহমেদ জুবায়ের , নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, যুবলীগ নেতা কামাল মিয়া, কামরুল হাসান সেলিম, ফ্রান্স ছাত্রলীগ সভাপতি তাজেল আহমেদ ,সাধারণ সম্পাদক সোহাগ সারওয়ার।