স্পেনে যুবদলের প্রতিষ্টা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১:৩৬:১৮,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
স্পেন প্রতিনিধি :
স্পেনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান বলেছেন ,দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ঠিক রাখতে হলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনই সকল দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনার মানুষকে এগিয়ে আসতে হবে |দেশে এখন লুটপাট , অরাজকতা চলছে ,তার থেকে মুক্তির একমাত্র লক্ষ্য আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন , কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে যুবলীগের নেতাকর্মীরা কাছে |কিন্তু মাত্র দুই কোটি টাকার মিথ্যা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে |যা রাজনৈতিক চরম প্রতিহিংসা ও মানবাধিকার লংঘন |
সোমবার স্পেন যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় |
সংগঠনের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খান ও সিনিয়র যুগ্ম আহবায়ক ছানুর মিয়া সাদের যৌথ সঞ্চালনায় যুবদল ছাড়াও এতে বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের বিপুল সংখক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন |
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,লন্ডন এর সাবেক দোপাটি মেয়র ওহিদুজ্জামান ওহিদ , বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজা ,স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার ,সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি ,সহ সভাপতি মোজাম্মেল হক মনু ,খালেদা জিয়া. মুক্তি পরিষদের আহ্বায়ক ও বি এনপির সহসভাপতি আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু ,উপদেষ্টা ডা :,দুলাল আহমেদ ,সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল ভূঁইয়া ,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল ,যুক্তরাজ্য বিএনপি. নেতা হাবিবুর রহমান ,সৈয়দ শওকত ,নয়ন ইসলাম ,সহসভাপতি সোহেল. আহমেদ সামসু ,যুগ্ম সম্পাদক হেমায়েত খাননাজমুল ইসলাম নাজু যুগ্ম সম্পাদক সাঈদ মিয়া হুমায়ুন কবির রিগ্যান ,, ,খালেদা জিয়া মুক্তি পরিষদের সদস্য সচিব জাকিরুল ইসলাম.জাকি ,যুবদল. সিনিয়র সহ সভাপতি কাজী জসিম ,সাংগঠনিক সম্পাদক. ফখরুল ইসলাম ,স্পেনে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ আলী ,ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক সম্পাদক শাওন আহমেদ ,প্রমুখ |