বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন বার্সেলোনার ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:১৩,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
বার্সেলোনা সংবাদদাতা :
বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বার্সেলোনার “কারার দেলেসে কারেতাস ৫০-এ ” ঈদ পুনর্মিলনী উপলক্ষে রোববার বার্সেলোনায় বসবাসরত বিয়ানীবাজার বাসীদের নিয়ে এক ভোজ সভা ও মিলনমেলা অনুষ্টিত হয়।
লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক শাহ আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুলবাছিত কাওছার |
বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি ও পনছারার আবদুল করিম, মুরসেদ আলম লায়েক সাংগঠনিক সম্পাদক , সামসুর রহমান সিনিয়র সহ-সভাপতি , ক্রীড়া সম্পাদক মশিউর রহমান মোহন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদ রহমান | অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু মিয়া , ইসলামুদ্দিন , আবুল বাশার , ফয়সল আহমদ , মোরশেদ আলম লায়েক , বাবুল আহমদ , জনি খান , সোহেল চৌধুরী , দেলোয়ার হোসেন দুলু , হাসান আহমেদ চৌধুরী , আব্দুল হালিম , জয়নাল আহমদ , সাপলু চৌধুরী , জিয়া , শরীফ আহমেদ , আজিম উদ্দিন , জামিল আহমেদ প্রমুখ ।
বক্তরা সকলেই দেশ ও এলাকার উন্নয়নে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান । এবং নিজেদের একে অন্যের বিপদে আপদে সাহায্য-সহযোগিতা সহ যেকোনো আন্দোলন-সংগ্রামে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পথ চলার আশাবাদ ব্যক্ত করেন । এবং সব সময় গরীব দুঃখী ও মেহনতী ও নির্যাতিতদের সাহায্য সহযোগিতা ও এলাকার উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং এটিই বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশনের মূল উদ্দেশ্য বলে জানান ।