স্পেন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৯:২০:৫১,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
স্পেন প্রতিনিধি :
স্পেন আওয়ামীলীগ আহবায়ক কমিটি আয়োজিত ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে | মঙ্গলবার বিকেলে বার্সেলোনার স্থানীয় একটি রেস্তুরায় সংগঠনের আহ্বায়ক এস আর আই এস রবিন এর সভাপতিত্বে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন , সদস্য সচিব রিজভী আলম |
আহ্বায়ক কমিটির সদস্য খালেদ রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,বার্সেলোনা আওয়ামীলীগের সাবেক সভাপতি
বাবলা চৌধুরী , আহ্বায়ক কমিটির সদস্য খাদিজা আক্তার মনিকা, আওয়ামীলীগ নেতা তামিম আহমদ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল প্রাক্তন সহ-সভাপতি মিজান আহমদ , টুকুন সরদার , শিমুল চৌধুরি , সুজিত আচার্য , করিম আহমেদ , আব্দুল বাছিত , জিল্লু প্রমূখ ।
উপস্থিত সুধী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামন করেন ।
স্পেন আওমীলীগের আহবায়ক এস আর আই এস রবিন তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবার ও জাতীয় চার নেতা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির জনকের স্বপ্ন ও তার কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।
তিনি বলেন, স্পেন আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করতে হলে বার্সেলোনা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের মধ্যে ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন | দলের মধ্যে বিশৃঙ্খলা , ষড়যন্ত্রকারীদের সম্পর্কে নেতৃবৃন্দ ও হাইকমান্ড অবগত আছেন । ভবিষ্যতে যদি কাউকে দলের ভাবমূর্তি নষ্টের সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায়,অবশই তাদেরকে জবাবদিহিতার করতে হবে । ষড়যন্ত্র বিভ্রান্তি করে কেউ ছাড় পাবেন না |