জার্মানিতে আওয়ামী লীগের শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১:৪১:৩৪,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪১ বার পঠিত
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানী থেকে
যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানি শাখার উদ্যোগে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই কোরআন তেলাওয়াতের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানি শাখার সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম পুলকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আশিফ হোসেন দ্বীপের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী।
এছাড়াও আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মো. নাসির উদ্দিন, আশুতোষ বনিক, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি জিল্লুর রহমান, সহসভাপতি মাবু চৌধুরী, সহসভাপতি আতিকুর রহমান সবুজ, সহসভাপতি আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, এন আর ডাব্লিউ শাখার সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, বায়ার্ন শাখার সিনিয়র সহসভাপতি সালমান রহমান লোকমান।
প্রফেসর হারুনুর রশিদ, বাবুল তালুকদার, এমরান খান, রেজাউল করিম শহীদ, মো. জাকির হোসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রোমান মিয়া, ইমরান ভুঁইয়া, ফরিদ হোসেন শিহাব, দেলোয়ার রাজু, শরীফ ভুঁইয়া, জার্মান যুবলীগের সভাপতি আমানউল্লাহ ইসলাম, ছাত্রলীগ জার্মানি শাখার সভাপতি দেওয়ান আরেফিন টিপুসহ আরো অনেকে।