বার্সেলোনা প্রেসক্লাবের বনভোজন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৬:১৮:৫৭,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
“চলো বনভোজনে যাই,আনন্দের রং গায়ে মাখাই” স্লোগানকে সামনে রেখে ব্যাস্ততা রেখে শহর থেকে একটু দূরে প্রকৃতির কাছাকাছি কমিউনিটির সর্বস্তরের জনসাধারনকে নিয়ে এক আনন্দঘন বনভোজনের আয়োজন করে বাংলাদেশ প্রসক্লাব ইন বার্সেলোনা।
রোববার সকাল ৯ টায় দুটি গাড়িতে করে ১২০ জনের এক বিশাল বহর ছুটে চলে বার্সেলোনার অদূরে খেরনার park de la creueta, sant Marti d’Empuries Girona.
যাত্রাপথে ভ্রমনের ক্লান্তি দূর করতে ছিলো গান এবং উপস্থিত বক্তব্য এবং কৌতুক |
১১টায় গিয়ে গাড়ী পৌঁছে পিকনিক স্পটে।বিকাল ৭ টা পর্যন্ত চলে আনন্দ উৎসব।বিভিন্ন ইভেন্টে সাজানো ছিল পুরোটা সময়।ইভেন্টগুলোর মধ্যে ছিল ছোট সোনামনিদের নাচ গান দৌড় এবং চিত্রাংকন প্রতিযোগিতা |
পুরুষ মহিলাদের জন্য ও ছিলো বিভিন্ন রকম প্রতিযোগিতা।প্রত্যেকটি প্রতিযোগিতার এক দুই এবং তিন নাম্বার বিজয়ীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
মনোমুগ্ধকর এই সমস্ত প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াসি উদ্দীন ও সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন হারুন এবং সার্বিক তত্বাবধানে ছিলেন প্রেসক্লাব সভাপতি ময়নুল আবেদিন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাজহারুল ইসলাম মিন্টু ও সেক্রেটারি হিরা আলম ,ট্রেজারার সাব্বির আহমদ দুলাল সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সহ অন্যানের মধ্যে উপস্থিতি ছিলেন জাকির হোসেন ভুইয়া,আব্দুল মতলিব,এমদাদুল হক রুকন প্রমুখ |
এসোসিয়েশন এন কাতালোনিয়ার প্রধান উপদেষ্টা আউয়াল রহমান , সেক্রেটারি হিরা আলম, সাব্বির আহমদ দুলালও, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, আবু তালেব আল মামুন লাভু, জাহানারা জানু, নাসিমা রহমান, শিউলি আক্তার।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার যুগ্ন সাধারণ সম্পাদক জেবুন্নেছা, সহ সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল বকসি, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, মহিলা সম্পাদিকা তানিয়া ওয়াসি, এমদাদুল হক রোকন সহ বার্সেলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।