নাপোলী মহানগর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১২:২৩:৫৬,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৮৬ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস-২০১৯ এবং ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালীস্হ নাপোলি মহানগর আওয়ামী লীগ।
গত ২২আগস্ট বৃহস্পতিবার স্হানীয় সময় বিকেলে সেন্ট্রালের একটি হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে শাহাদাৎবরণকারীগণের ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদেল রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে নাপোলি মহানগর আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মাল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক জামাল হোসেন হ্রদয় এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলি মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন হিরন|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব নাপোলি মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা কবির মোড়ল, শহীদ বেপারী, হাফিজঃ আরমান কবির, ছাত্রলীগের অন্যতম নেতা তাসনিমুল করিম নাহিন। এছাড়াও নাপোলি মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদ হাসান, সহ সভাপতি সঞ্জয় বালা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সহআরো অনেকেই।
অতিথিরা তাদের বক্তব্যেতে বলেন, মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
তারা আরো বলেন, বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের সকল জাতীয় কার্যক্রম গুলো করার জন্য দেশে ও প্রবাসের সকল মুজিব আদর্শের সৈনিকদের আহবান জানানো হয়েছে।
এছাড়াও বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণ করে তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে কেউ কখনো ধ্বংশ করতে পারেনি এবং পারবেও না। এজন্য আমাদের সকলকে এক সাথে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
পরিশেষে ১৫ই আগস্ট ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নাপোলি বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন।
শেষে নাপোলি মহানগর আওয়ামী লীগের ব্যাবস্থাপনায় তবারক বিতরণ করা হয়।