ইতালীতে দোহার ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৩৫,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ
উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে সু সম্পন্ন হল ইতালী প্রবাসীদের প্রিয় সংগঠন দোহার ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন ২০১৯। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত সোমবার সংগঠনের নেতৃবৃন্দ ছিল উদ্বেগ উৎকন্ঠায়, কিন্তু ছিল অসীম মনোবল। ধীরে ধীরে প্রকৃতিক সৌন্দর্যের লিলাভূমি বনভোজনটি পরিণত হয় এক মিলন মেলায়।
এতে সংগঠনের সভাপতি হামিদুর রহমান বুলেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মাঝির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্তেভেরদে ঐক্য পরিষদের সভাপতি জলিল ভূঁইয়া সাধারন সম্পাদক রইস উদ্দিন রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
এতে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ভুলু সিকদার, সিনিয়র সহ সভাপতি রুহুল বেপারী, সহ সভাপতি সালাহউদ্দিন আহমেদ, চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল খান, শাহিন আহমেদ, উপদেষ্টা সারওয়ার আহমেদ, শেখ সোহেল, জাহাঙ্গীর ভূইয়া, মোস্তাক ভূইয়া, শহিদ দরানি, সোহেল মাঝি, কাজী শাহজাহান, প্রচার সম্পাদক মিঠু, সোহেল রানা, সম্মানিত সদস্য জাকির আহমেদ ভূইয়া, রবিন আহমেদ, সোহাগ আহমেদ প্রমুখ। এছাড়াও শেখ মোশাররফ, আওয়াল বেপারী, সবুজ আহমেদ, ছালাহউদ্দিন মোড়ল, জরিফ মোল্লা, আজিম, জলক, ফনু, দিদার আহমেদ, রাজিব আহমেদ, মহিলা সম্পাদিকা রওসন আমিন, রিতা আক্তার সহআরো অনেকেই।
বনভোজনে খেলাধূলা আর আড্ডায় পরিপূর্ণ হয়ে ওঠে চারিপাশ, সবুজ বৃক্ষের ছায়াতল পরিনত হয় এক খন্ড বাংলাদেশ, বেলা যত বাড়ছে আমন্ত্রিত অথিতি সংখ্যা বাড়ছে, একে একে উপস্থিত হয়ে বনভোজন ও মিলন মেলায় রূপ নেয় প্রানবন্ত উৎসবে। প্রতি বছরের ন্যায় বনভোজনের আয়োজন করা হলেও এ বছর ইতালী প্রবাসী দোহারবাসীর আগ্রহ বাড়ে অনেক। ছেলে মেয়ের দৌড়, ফুটবল খেলা, মহিলাদের বালিশ খেলা সহ নানা ধরনের খেলা দিনব্যাপী চলতে থাকে।
কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে দোহার ঐক্য পরিষদের এ বনভোজনে অংশ নেন ইতালীতে বসবাসরত শত শত বাংলাদেশি। এতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও দেখা যায়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা বলেন দোহার ঐক্য পরিষদ সমাজিক কার্যক্রমের পাশাপাশি প্রবাসীদের একটু আনন্দে উৎকন্ঠে রাখার জন্য প্রতি বছর এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার আহবান জানান। এবং যেকোন সময় যেকোনো সহায়তায় পরিষদেল পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
পরিশেষে সমিতির সভাপতি হামিদুর রহমান বুলেট ও সাধারন সম্পাদক জুয়েল মাঝির সমাপনি বক্তব্য মাধ্যমে বনভোজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং তারা বলে আগামীতেও আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা সকল ইতালী প্রবাসীদেরকে নিয়ে আরো সুন্দর বনভোজন উপহার দিতে পারবো। এবং আগামীতেও আমাদের দোহার ঐক্য পরিষদের সাথে থাকবেন বলে আশা ব্যাক্ত করেন তারা।