স্পেনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:৩৪,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
স্পেন প্রতিনিধি :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া-মাহফিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন শাখা | অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খিজির আহমেদ |
গত ২০ অগাস্ট মঙ্গলবার মেহমান রেস্টুরেন্টে স্পেন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেন্স শিপার এর সভাপতিত্বে ও স্পেন বিএনপির সহ স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আসাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার বক্তব্য রাখেন । এ সময়
তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন রাজনীতিবিদ এর বিরুদ্ধে এরকম প্রতি হিংসা ও নির্যাতন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন |
ব্যাংক, শেয়ার বাজারসহ সরকারি প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে ,কিন্তু সরকার ব্যস্ত বিরোধী দলকে দমন নিপীড়ন |বাংলাদেশ আজ গণতন্ত্র বলতে কিছু নেই ,স্বৈরাচারী সরকারের পিছনে রয়েছে অদৃশ্য সরকার |যা বাংলাদেশকে ঠেলে দিচ্ছে গভীর অন্ধকারে , এ থেকে পরিত্রাণের একমাত্র উপায আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি |
প্রধান বক্তা ছিলেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল।
বিশেষ অতিথি ছিলেন , স্পেন বিএনপির সাবেক আহ্বায়াক ড : দুলাল আহমদ, খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন বিএনপির উপদেষ্টা আব্দুল মুনতাকিম মুজাক্কির, স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন , স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত খানও হুমায়ুন কবির রিগ্যান , সহ-সভাপতি সুহেল আহমদ শামছু, স্পেন যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী জসিম উদ্দিন , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানুর মিয়া ছাদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ,ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ প্রমুখ |
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীর ইব্রাহিম, বিনপি নেতা আবু সায়েম, রুবেল সামাদ, আখতার হোসেন, ফজির আলী নাদিম, জাকির চৌধুরী, মিলাদ আহমদ, সুজন মল্লিক, হারুন আহমেদ, শিপলু আহমেদ, জুয়েল আহমেদ, অলিউর রহমান প্রমুখ।
খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু বলেন ,খালেদা জিয়ার মুক্তি হলো গণতন্ত্র ও জনগণের মুক্তি|আসুন সকল মিলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছি |
অনুষ্ঠানের প্রধান বক্তা আবু জাফর রাসেল বলেন,এখন দেশ ও জাতির দুঃসময় ,ক্ষীণ স্বার্থ ভুলে আমার মা বেগম খালেদা জিয়ার মুক্তিই হোক গণতন্ত্রের মুক্তি সোপান |