স্পেনে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:২২,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
স্পেন প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেন আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে | সোমবার মাদ্রিদের ফাল্গুনী রেস্টুরেন্টে স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এ এস এই আর রবিনের সভাপতিত্বে এতে ,আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ ,ছাত্রlলীগের বিপুলসহ সংখ্যক নেতাকর্মী অংশ নেন |
সভাপতির বক্তব্যে এ এস আই রবিন বলেন ,বঙ্গবন্ধুর আদর্শ মানে দেশপ্রেম, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ,জাতীয়তা ও মমত্ববোধ|দলের শৃঙ্খলা বিরোধী ও বিশৃঙ্খলাকারী কেউই ছাড় পাবেন না ,দলের পদপদবী ব্যবহার করবেন ,তাহলে আপনাকে হাইকমান্ড মানতে হবে |
সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন ,এখানে প্রতিযোগিতা,প্রতিদ্বন্দ্বিতা থাকবে ,বৃহৎ দল একটি স্বাভাবিক |কিন্তু দলের ভিতর থেকে কোনো ধরণের অপতৎপরতা এবং বিশৃঙ্খলা সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে |
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলওয়াত করেন ,আসাদুর রহমান ছাদ |
পরে স্পেন আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী সোহাগ এক বিশেষ দুআ পরিচালনা করেন |বঙ্গবন্ধু ও তার পরিবার সকলের রুহের মাগফেরাত কামনা করেন |