স্পেনে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:১৩,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
বকুল খান , স্পেন থেকে
জাতীয় শোক দিবস ও শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করেছে স্পেন আওয়ামী লীগ |সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয় | শুক্রবার মাদ্রিদ এর বায়তুল মোকাররম জামে মসজিদ ও শাহজালাল লতিফিয়া ফুলতুলি জামে মসজিদে একযোগে দোয়া পরবর্তী শিরনি বিতরণ কর্মসূচি পালন করা হয় |
মসজিদের ইমাম শায়েখ হাসান বিন আব্দুল্লাহ ও মাওলানা আজমল হোসাইন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বলেন ,দেশের কল্যানে জীবন উৎসর্গ করেছেন বিলিয়ে দিয়েছেন যৌবন ,তাদের প্রকৃত অনুসারী হতে হলে দেশপ্রেমের সে আদর্শ. লালন. করতে হবে |দেশ প্রেম ঈমানের একটা অঙ্গ |
এসময় উপস্থিত ছিলেন ,স্পেন আওয়ামীলীগের আহ্বায়ক এ এস আই আর রবিন ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সেলিম,বাংলাদেশ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন ,যুগ্ম আহবায়ক দুলল সাফা ,আব্দুল কাদের ঢালী ,বদরুল ইসলাম মাস্টার ,সদস্য সচিব রিজভী আলম ,এক্রামুজ্জামান কিরণ ,আব্দুর রহমান ,আইয়ুব আলী সোহাগ ,এস এম ফারুক পাভেল ,দবির তালুকদার ও হানিফ নিয়াজী প্রমূখ |