চারখাই ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা ফ্রান্সের আহ্বায়ক কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:১৬,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ২০৭৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে চারখাই সমাজ কল্যান সংস্থা ফ্রান্সের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে | রোববার বিকেলে গার দো নর্দের একটি রেস্তুরায় চাখাই ইউনিয়নের সার্বিক উন্নয়নে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের অনন্য ভুমিকা পালন করতে এক সাধারন সভা অনুষ্টিতবিকেলেএ সময় বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন |
মাস্টার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ফয়েজ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কামাল আহমদ দলই |
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদুর রহমান |
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহুল কুদ্দুস চৌধুরী ,জাহেদ আহমদ চৌধুরী,পাবেল আহমদ শাহনাজ,শামিম আহমদ,আব্দুল মুহিত,মিজানুর রহমান বেলাল,ফজলুর রহমান,সরফ আহমদ,জামিল আহমদ,বিনয় দাস প্রমুখ |
সভায় সংগঠন গঠন উপলক্ষে সামগ্রিক দিক নিয়ে ব্যপক আলোচনা শেষে তিন মাসের জন্য ফরিদুর রহমানকে আহ্বায়ক ও ফয়েজ আহমদ দুলুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় | কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন যতাক্রমে,পাবেল আহমদ শাহনাজ,শামিম আহমদ,আব্দুল মুহিত দলই,মিজানুর রহমান,ফজলুর রহমান,শরফ উদ্দিন,সাদিক আহমদ,বোরহান উদ্দিন ও বিনয় দাস প্রমুখ |