ফ্রান্সে কুলাউড়াবাসীর ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:২৮:১৬,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮০ বার পঠিত
আব্দুল মোমিত রোমেল, ফ্রান্স থেকে
রোববার প্যারিসের পান্তা পার্কে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যাক কুলাউড়া প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সিনিয়র এবং জুনিয়র দের মধ্যে এ যেন এক মিলনমেলায় পরিণত হয়। রবিবার ছুটির দিন ঈদ হওয়ায় আর দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় কুশল বিনিময়ে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি ।
এ সময় কুলাউড়া উপজেলা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একএম শফি আহমদ সলমান। এ সময় তিনি ঈদের শুভেচ্ছা জানান ফ্রান্সে বসবাসরত কুলাউড়াবাসী কে ।ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাম হিমু, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু, দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি আব্দুল মোমিত রোমেল, সময়ের সাথে২৪ পত্রিকার প্রকাশক মোহাম্মদ নায়িমুল ইসলাম চৌধুরী (শাকিল),মৌলভীবাজার জেলা যুব সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম (লিমন ) ,জাকির আহমদ সোয়েব, শাহান শহিক, সামাদ খান রাজু, মিছবাহ আহমদ, জুয়েল মাহমুদ, আমিনুল ইসলাম চৌধুরী, মাজেদুল ইসলাম ফখরুল, আনোয়ার হোসেন, লিমন আহমদ, মুরাদ আহমদ, ফয়ছল আহমদ, জাকির হোসেন বেলাল, খালেদ রহমান, ফুয়াদ হাসান, জুসেফ চৌধুরী, আজাদুল ইসলাম, জাহিদ ,সুজন , শিপার , কাউসার, সহ আরো অনেকে ।
আয়োজকরা জানান, ঈদ পুনর্মিলনীর মত অনুষ্ঠান সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। একটি সমাজ ও রাষ্ট্রকে অনাদিকাল ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বড় সম্পদ হল তরুণ প্রজন্ম।পৃথিবীর ইতিহাসে এমন কোন খাত নেই যেখানে তরুণের অগ্রযাত্রায় ধরণীতল আলোকিত হয়নি ।সুতরাং প্রবাসে মাথা উঁচু করে থাকতে হলে আমাদের তরুণ ও যুবসমাজকে সঠিক পথ প্রদর্শন করতে হবে।যারা এই প্রবাসে বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের পাশে দাঁড়াতে হবে এগিয়ে দিতে হবে তাদেরকে সাহায্যের হাত।আমরা প্রবাস থেকে যেন এক হয়ে দেশের জন্য ভালো কিছু করতে পারি এবং দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে পারি। এই ঈদ পুনর্মিলনীতে সবাই আনন্দ করতে পেরেছেন, এটিই আমার কাছে সবচেয়ে আনন্দের ।সবশেষে আগত অথিতিদের বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয় ।