মুস্তাফিজ শফির কথায় রাজীব
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৩২,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্রথমবারের মতো গানের কথা লিখলেন কবি, কথাসাহিত্যিক ও দৈনিক সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। ‘একদিন বৃষ্টির শহরে’ শিরোনামের গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত রাজীব।
সুর করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজনে মার্সেল। এবার ঈদে জি-সিরিজ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে। গানটির মুখ—‘একদিন বৃষ্টির শহরে/ হাঁটবো দু’জন হাত ধরে/ একদিন জানালা ফুঁড়ে/ মেঘের দুপুরে, উড়বো শঙ্খচিল। ’ গীতিকবি হিসেবে যাত্রা শুরু করা প্রসঙ্গে মুস্তাফিজ শফি বলেন, ‘আমার কবিতায় সুরারোপ করে আগেও অনেকে গেয়েছেন। তবে গান হিসেবে আয়োজন করে এটাই প্রথম। প্রতিটি মানুষের মনেই বৃষ্টি নিয়ে কিছু কল্পনা আছে। এই গানের সঙ্গে অনেকের কল্পনাই মিলে যাবে। ’
রাজীব বলেন, ‘গানটির কথা ও সুরে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন। ’