বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট্র পর্তুগালের নতুন কমিঠি গঠন
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:১২,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ১৫১৯ বার পঠিত
বেলাল আহমদ,পর্তুগাল প্রতিনিধি :
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট্র পর্তুগালের নতুন কমিটি গঠন কর হয়েছে | সোমবার বিকেলে লিজবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভায় এ কমিটি গঠন করা হয় | কমিটিতে সংগঠনের প্রতিস্টাতা সভাপতি শাহজাহান আহমদকে পুনরায় সভাপতি , শহিদুর রহমানকে সাধারন সম্পাদক বিলাল আহমদ সাংগঠনিক সম্পাদক করে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় | এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন |
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি যতাক্রমে, আব্দুল হেকিম,শফিউল আলম শফি, ইকবাল হোসেন , ফখরুল ইসলাম,নুরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক যতাক্রমে,ফখরুল ইসলাম রিপন,জেকসন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক যতাক্রমে জাবেদ আহমদ, রুমন আহমদ, সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক নয়ন আহমদ সহ প্রচার সম্পাদক জাকির হোসেন,ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম,ক্রীড়াা সম্পাদক নজমুল দেলওয়ার,সহ ক্রীড়া সম্পাদক আনফর আহমদ,অর্থ সম্পাদক হাসান আহমদ,সহ অর্থ সম্পাদক আব্দুস শুকুর,আন্তর্জাতিক সম্পাদক তাজুল ইসলাম, উপদেস্টা কমিটির সদস্য খালেদ আহমদ,আব্দুল ফাত্তাহ প্রমুখ |