স্পেনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৫৯,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৮ বার পঠিত
বকুল খান,স্পেন থেকে
বিএনপি চেয়ারপার্সন ও মাদার অফ হিউম্যানিটি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা ও প্রতিবাদ সভা করেছে বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন | বুধবার বিকেলে মাদ্রিদের বাংলা টাওয়ার রেস্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয় | এ সময় টেলি কন্ফারেন্সে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক , সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল | তিনি তাঁর বক্তব্যে বলেন ,দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কোন বিকল্প নেই |দেশে এখন রাজনৈতিক বিরোধীদের দমন -নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে আওয়ামী লীগ |তাবেদারী এ সরকার গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুরক্ষার চেয়ে দেশকে এক অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে | তাই দেশে বিদেশে দেশ প্রেমিক সকল জাতীয়তাবাদী শক্তির ঐক্যের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে হবে ,এ আন্দোলনকে এখন গণ আন্দোলনে রূপ দিতে হবে |
সংগঠনের সদস্য সচিব জাকিরুল ইসলাম জাকির সঞ্চালনায় ও আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপির প্রধান উপদেষ্টা জিয়া রহমান খান |
অনুস্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,যুবদল নেতা ও কমিটির যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান|
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সায়েম মিয়া ,আবু সায়েম মজুমদার, আব্দুল মোতালেব বাবুল .আবু বক্কর সিদ্দিক. অলি .আক্তার হোসেন .রানা. ফিরোজ আলী নাদিম. সুজন মল্লিক. রফিকুল ইসলাম রঞ্জু,শফিকুল ইসলাম রিপন|
অনুষ্ঠানের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু বলেন ,একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হবে ,বিএনপির রাজনৈতিক কর্মসূচির প্রধান ও প্রথম ইস্যু|তিনি আক্ষেপের সুরে বলেন ,গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সবারই আছে ,এভাবে অন্যায় হবে অনৈতিকভাবে ও অরাজনৈতিকভাবে একটা নির্জন জেলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কেউ পার পাবে না |ইতিহাসও কাউকে ক্ষমা করবে না |