প্যারিসে দৈনিক প্রভাতের ডাক পত্রিকার বর্ষপুর্তি পালন
প্রকাশিত হয়েছে : ১১:৪১:০১,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত
জাকির হোসেন :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে দৈনিক প্রভাতের ডাক পত্রিকার ২৫ বছর পুর্তি ও ২৬ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপুর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে ৷ শনিবার (০৩ আগস্ট) বিকেল ৫ টায় প্যারিসের ওফিওরা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রভাতের ডাক পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোঃ জাকির হোসেন এর পরিচালনায় এবং সম্পাদক মিশুক হোসেন এর সভাপতিত্বে এ বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি সুনাম উদ্দীন খালিক।
প্রধান অতিথির বক্তব্যে সুনাম উদ্দীন খালিক বলেন, ‘প্রভাতের ডাক পাঠকনন্দিত একটি পত্রিকা। পাঠক প্রিয়তার অন্যতম কারণ পত্রিকাটি প্রবাসীসহ সব শ্রেণী -পেশা ও মানুষের তথ্য চাহিদা পূরণে সদা তৎপর। আমি এই পত্রিকার কল্যাণ কামনা করছি।
পত্রিকাটির প্রসঙ্গে সম্পাদক ও প্রকাশক মিশুক হোসেন বলেন, প্রভাতের ডাক তার সাহসী অভিযাত্রায় ২৬ তম বছরে পদার্পণ করছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ, বলিষ্ঠ মত প্রকাশে দেশের অগ্রগামী একটি পত্রিকায় পরিণত হয়েছে।
রাজনীতি, অর্থনীতি, জাতীয়, আন্তর্জাতিক সবখানেই রয়েছে এর অভিনবত্ব। তিনি আরো বলেন, সুদক্ষ সম্পাদনা প্রভাতের ডাক পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য। জনস্বার্থে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানসম্পন্ন উপসম্পাদকীয় এর অসামান্য সম্পদ। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, নির্ভুল সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব, প্রান্তিক মানুষের সংবাদ পরিবেশনে আন্তরিকতা, পাঠকের প্রত্যাশার মূল্যায়ন, সৃজনশীলতার বিকাশ, নির্মোহ দৃষ্টিভঙ্গি, আপসহীন মনোভাব।এবং ঘটনার গভীরে গিয়ে সত্যানুসন্ধানের ক্ষমতা প্রভাতের ডাককে ব্যতিক্রমী করে তুলেছে বলে তিনি বলেন ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফারুক নেওয়াজ খান , নুরুল আবেদীন, জসীম উদ্দিন ফারুক, জাহাঙ্গীর আলম, তফিকা সাহেদ, মাহবুবুল হোক কায়েছ, সহিদ মিয়া, মনোয়ার হোসাইন মুজাহিদ, জুয়েল আহমেদ,সায়েক সহ আরও অনেকে ।