বার্সেলোনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৩১,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯১ বার পঠিত
মো. ছালাহ উদ্দিন, বার্সেলোনা প্রতিনিধি :
স্পেনের বার্সেলোনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বার্সেলোনার কারেতাস সড়কের একটি হলরুমে আওয়ামী স্বেচ্চাসেবক লীগ কাতালোনিয়া শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতালোনিয়া শাখার সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা সালামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন।
বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু এবং কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা গাজী মো. কামরুল হাসান খান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মো. হানিফ শরীফ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আব্দুল গণি এনাম, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাওলাদার, মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ইলিয়াছ মিয়া, জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, সহ প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সুজাদুর রহমান, ক্রীড়া সম্পাদক আবদাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ আহমেদ, সদস্য নিজাম উদ্দিন, আব্দুল আলিম, জসিম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে হলে প্রবাসের মাঠিতে বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ সহ সকল অঙ্গসংগঠন গুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
আলোচনা সভা শেষে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।