ইতালিতে সিলেটবাসীদের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:৫০:২৬,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিত
মিনহাজ হোসেন , ইতালি প্রতিনিধিঃ
জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির সিনিয়র সহ সভাপতি এমডি মজির উদ্দিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় বৃহত্তর সিলেটবাসীর আয়োজনে একটি সাধারণ সভার অনুষ্ঠিত হয়।
রোমের তরপিনাত্তারায় রসই রেষ্টুরেন্টে শনিবার রাতে অনুষ্ঠিত এ সভায় সিলেট প্রবাসীর অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন, এই সংঘটনের প্রতিষ্ঠাতা শামসুল হক পাখি, মিনার আহম্মেদ, আব্দুল জলিল হীরা, ফজলুর রহমান, এমডি রানা খান, এ টি এম শাহজাহান এবং রেজাউল করিম রিপন,সদিউল সালিক, সাকের আহমদ |
এসময় তারা সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠনকে আরও শক্তিশালী এবং গ্রহনযোগ্য একটি কমিটি করার দিক নির্দেশনা দেন।
এছাড়াও জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) এর সহ সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক খায়রুজ্জামান খান,আন্তর্জাতিক সম্পাদক শফিকুল আলম ও সম্মানিত সদস্য আহাদ মিয়া উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিতে আগামী ১৫ দিনের মধ্যে জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির নতুন কমিটি গঠন কল্পে সিদ্ধান্ত নেয়া হবে জানানো হয়।