স্পেনে ফরিদপুর অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১:৪০:৫০,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮০ বার পঠিত
বকুল খান ,স্পেন থেকে :
বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন মাদ্রিদের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে| স্পেনের সর্ব বৃহৎ সমুদ্র সৈকত ভ্যালেন্সিয়াতে অনুষ্টিত এ বনভোজন বৃহত্তর ফরিদপুর বাসীর এক মিলন মেলায় পরিণত হয় |
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ যখন অতিষ্ঠ স্পেনের জনজীবন ,ঠিক তখনই এ বনভোজন সমুদ্রের নোনা জলে একদিনের জন্য প্রশান্তি এনে দেয় |উৎসব আনন্দে মেতে উঠে ফরিদপুরের তরুণ-যুবকরা |বছরের এই একটা দিন শত ব্যস্ততার মাঝেও প্রিয়জনকে কাছে পাওয়া গল্প -আড্ডায় থাকা |
মঙ্গলবার বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস থেকে সকাল সাতটায় বাস ছেড়ে যায় সমুদ্র বন্দর ভ্যালেন্সিয়ার পথে |বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন সদস্যরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন |
যাত্রার প্রাক্কালে এসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘোষণা করেন |
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,আব্দুল কাদের ঢালী ,আইয়ুব আলী সোহাগ ,জসিম উদ্দিন প্রমুখ |
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ,কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ দুলাল সাফা ,এক্রামুজ্জামান কিরণ ,আবু জাফর রাসেল , জাকিরুল ইসলাম জাকি ,এফ এম ফারুক পাভেল সহ অনেকে |
সমুদ্র সৈকতে নীল জলরাশি ও ভালুকা মেলায় নানা রকম খেলায় অংশ নেন কাবাডি ,কুস্তি ,সাঁতার কাটা ,রশি টানাটানি ,লুকোচুরি সহ শিশু কিশোরদের বিনোদন মূলক খেলা|বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন পক্ষে তরুণ যুবকদের মধ্যে আয়োজকদের মধ্যে ছিলেন ,শামীম ,সুলতান ,পলাশ ,করিমখান ,মাসু ,সোহেল ,লোকমান ,শের আলী ,আবু সাইয়েদ ,শহিদুল ,আরিফ হক ,সেলিম খান ,,আজমখান ,,সিরাজুল ,হান্নান প্রমুখ |