স্পেনে স্বরাস্ট্র যুগ্ম সচিব জাহাঙ্গীরকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১:৩০:১৪,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৬২৬ বার পঠিত
বকুল খান ,স্পেন থেকে ,
স্পেনে রংপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র যুগ্ম-সচিব জাহাঙ্গীর আলম বুলবুল |রোববার মাদ্রিদ সফররত এক অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করা হয় |বৃহত্তর রংপুর বাসীর উদ্যোগে এ উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় |এ সময় তার সফরসঙ্গী ছিলেন ,র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জাহাঙ্গীর আলম |রংপুরবাসীর ছাড়া এ সময় কমিটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |
রংপুরবাসীর ভালোবাসার জবাবে স্বরাষ্ট্র যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল বলেন ,স্বদেশ কে আপনারা যেভাবে বুকে লালন করছেন ,যা সত্যিই অতুলনীয় এবং দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত |প্রবাসী আপনারা দেশের ভাবমূর্তি ,এবং এক টুকরো বাংলাদেশ রচনা করেছেন |আবার দেশের রেমিটেন্স পাঠিয়ে মূল ধারার উন্নয়নের নিজেদের শামিল করছেন যা সত্যি বিস্ময়কর |
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,রেজাউল করিম ,মনোয়ার হুসেন মনু ,মাঃবুবুর রহমান ঝন্টু ,আল মামুন ,রাসেল দেওয়ান ,এক্রামুজ্জামান কিরণ ,আবু সায়েম,সুরুজ্জামান ,নূর মুহাম্মদ রিপন.. ,খন্দকার আমিনুর রহমান আঞ্জু ,আব্দুর রহিম ,নাসিরুল হক অপু ,শফিকুল ইসলাম রিপন ,রফিক আহমেদ ,রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ |
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয় |