মাদ্রিদে গাজিপুর জেলাবাসীর বনভোজন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:১৪,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৭৫০ বার পঠিত
বকুল খান ,স্পেন থেকে
স্পেনের মাদ্রিদে গাজীপুরজেলা বাসীর উদ্যোগে দূরে কোথাও নীল সাগরে তীরে – এই স্লোগান নিয়ে প্রতিবছরের মতো এবারও হয়ে গেল বনভোজন |
এবারের বনভোজনের স্থান ছিল স্পেনের অন্যতম সমুদ্র সৈকত পেনিসেকলা |
ভ্যালেন্সিয়া শহর থেকে আরও দেড়শ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত| এর অনিন্দ্য সুন্দর মনোরম পরিবেশ সকলের উপভোগ করেছেন মন ভরে ,তার পারিপার্শ্বিক সৌন্দর্য নজর কেড়েছে অংশগ্রহণকারীদের |
বাংলাদেশী অধ্যুষিত এম্ব্যাখাদোরেস থেকে গত মঙ্গলবার সকাল সাতটায় দুটি বাস নিয়ে বিপুল সংখ্যক গাজীপুরজেলা বাসীসহ কমিউনিটির অন্যান্য জেলার বাসিন্দারাও এতে অংশ নেন |
গোছানো, পরিপাটি গাজীপুরবাসী এ আয়োজনে বনভোজনে অংশগ্রহণকারী সকলেই তাদের প্রশংসা করেন |অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অসীম রিবেরি ক্রিশ ,নূর মোহাম্মদ রিপন ,কাজী আফতাব উদ্দিন ,কাজী দেলোয়ার হোসেন ,শরীফ আকন্দ ,মোহাম্মদ আলমগীর ও মোঃ জলিল প্রমুখ |
এ বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান যন্টু ,সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান,বৃহত্তর রংপুর সমিতির নেতা ইসলাম জাকিরুল ইসলাম জাকির ,বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার ,কমিউনিটি তরুণ সংগঠক শামীম আহমেদ ফখরুল হাসান ,আব্দুল্লাহ আল মামুন ,নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতা ফতেহ আহমেদ ,আক্তার হোসেন ,মোয়াজ্জেম হোসেন ,শাহিন মিয়া ,শফিকুর রহমান প্রমুখ |
দীর্ঘ ভ্রমণকালে কন্ঠ শিল্পী ইরা ও রিপন সহ অনেকে গান পরিবেশন করে বেশ আনন্দ দিন |