ইতালীতে জালালাবাদ কল্যাণ সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৫২,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭৬ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
খেলাধুলায় থাকে পরিপূর্ণ ও নির্মল একটি প্রশান্তি যা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ,এখানে হার এবং জিত মূল বিষয় নয়| প্রধান অতিথির বক্তব্যে একথা বললেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
জালালাবাদ কল্যাণ সংঘ ( বৃহত্তর সিলেট) রোম ইতালির আয়োজনে বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তার স্থানীয় একটি মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
ম্যাচটিতে হার্টস এফসি লন্ডন কলোনী ইউকে এবং জালালাবাদ কল্যাণ সংঘ ইতালি অংশ গ্রহণ করে।
৩ জুলাই বুধবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত এই ম্যাচের শুভ উদ্বোধন করেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। দুই দলের সকল খেলোয়াড়দের উপস্থিতি তে তিনি বলেন” এই ধরনের আয়োজনে যুব সমাজ সব সময়ই বেশী উপকৃত হবে। কারণ বর্তমান সময়ে সব চেয়ে বেশী হতাশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ। তিনি জালালাবাদ কল্যাণ সংঘ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। ”
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু তাহের, বরিশাল বিভাগ সমিতির সিনিয়র সহ সভাপতি মজিবর সিকদার, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, দপ্তর সম্পাদক হাবীব মোকদম।
উদ্ভোধনী সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামিল আহম্মেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুল।
সভাপতি জামিল আহম্মেদ ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুল বলেন,এই বাঙালি কমিউনিটিতে বিভিন্ন ধরনের আয়োজন হয়। কিন্ত খেলাধুলার বিশেষ আয়োজন গুলো হয় না বললেই চলে।” তারা আরো বলেন সকলের সহযোগিতা পেলে আগামীতে আরো বেশী খেলার আয়োজন করবে এই এই সংগঠনটি |
লাল সবুজ জার্সিতে জালালাবাদ কল্যাণ সংঘ ইতালি এবং নীল রঙের জার্সি তে হার্টস এফসি লন্ডন কলোনী ইউকে এই দলের উত্তেজনা পূর্ণ খেলাটি উপভোগ করেন উপস্থিত সকলে। যদিও সুদূর লন্ডন থেকে আসা দলটি এই খেলার শিরোপাটি জয় করে। প্রথমে দুই দল ই এক এক গোলে থাকলে শেষের দিকে হার্টস এফ সি দল আরেক টি গোল দিলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির দলনেতা এবং আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক অলিউর তালুকদার বলেন” খেলায় হার এবং জিত থাকবে কিন্তু বড়ো বিষয় হলো যে কোন ভালো কাজে অংশগ্রহণ করা। আর খেলার চেয়ে সুস্থ এবং সুন্দর কোনো কিছু হতে পারে না। তিনি জয়ী দল অভিনন্দন জানান। এদিকে জয়ী দলের দলনেতা বলেন” এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে যে আন্তরিকতা এবং সম্প্রীতির এই সম্পর্ক কখনোই শেষ হবেনা।
খেলা শেষে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন বলেন” “রোমে বাঙালি কমিউনিটিতে যুব সমাজ এখন বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সেই অনুযায়ী খেলা ধুলার আয়োজন একেবারেই কম। এই ধরনের আয়োজন আরো বেশী করে করার আহ্বান জানান পাশা পাশি তাদের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, সারোয়ার, শামিম মুন্সী সহ অনেকে। আয়োজন টির সার্বিক সহযোগিতায় ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘের সহ সভাপতি রোমান খান( মিজবা) সদস্য জিয়াউর রহমান জিয়া, পারভেজ কামাল, আব্দুল মোমিন, হিরা মিয়া, প্রচার সম্পাদক কামরুজ্জামান তাজ সহআরো অনেকেই।