খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়ার সৈনিক ফ্রান্সের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৫৭,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে খালেদা জয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুস্টিত হয়েছে | রোববার বিকেলে প্যারিসের গার দো নর্দের একটি রেস্টুরেন্টে এ সভা অনুস্টিত হয় | আমরা জিয়ার সৈনিক প্যারিস ফ্রান্সের উদ্যেগে এ সভা অনুস্টিত হয় | সভায় ফ্রান্স বিএনপি ও ভ্রাতিপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক জিয়ার সৈনিকরা উপস্থিত ছিলেন |
বিএনপি নেতা খান মনির হোসাইনের সভাপতিত্বে ও জাহাঙ্গির আলম মিলনের পরিচালনায় অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম মিয়া |
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান শিকদার |
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কানাডা প্রবাসী জিয়ার সৈনিক প্রকৌশলী জাহাঙ্গীর আলম |
ফ্রান্স বিএনপি নেতা ফরিদুর রহমানের পবিত্র কোরআন তেলায়ত মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জি এম গোলাম কিবরিয়া মিল্টন|
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছয়েফ উদ্দিন, মনির মোল্লা, ওমর গাজী, বোরহান শরীফ,হাসান হাওলাদার, মন্তাজ মিয়া, শরনুল ইসলাম, কামাল হোসাইন, মিলন মজুমদার, রাশেদ, মাহতাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গনতন্ত্রের মাতা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে | বক্তারা বলেন, বেগম জিয়ার মুক্তি না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা |