ফ্রান্সে প্যারিস নাইটরাইডার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১:০৭:৩৩,অপরাহ্ন ২৩ জুন ২০১৯ | সংবাদটি ১৯৬৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে | শনিবার বিকেলে রুই লাফায়েতের হোটেল মারিকুরির বল রুমে জাকঁজমক অনুষ্টানের মধ্যে দিয়ে এ অনুষ্টান অনুস্টিত হয় | এ সময় বিপুল সংখ্যক ক্রিকেট সমর্থক বাংলাদেশীরা উপস্হিত ছিলেন |
প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আমান আহমেদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চিফ এডভাইজার ,বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ পাঠোয়ারী |
মাওলানা আব্দুল কাইয়ুমের পবিত্র কোরআন তেলায়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনস্টানে শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় |
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন,ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও তৃতীয় বাঙলা ডট কমের সম্পাদক এনায়েত হোসেন সোহেল,নবকন্ঠের সম্পাদক ও ইউরো বাংলা অনলাইন টিভির ডাইরেক্টর আবু তাহির,বাংলা মটরস ড্রাইভিং স্কুলের ডাইরেক্টর হোসাইন সালাম রাহমান |
বক্তব্য রাখেন, ক্লাবের সাধারন সম্পাদক রিগান বড়ুয়া,আমাদের প্যারিস ডট কমের সম্পাদক কাজল আহমদ,সৈয়দ মোহাম্মদ বাকের ও মুনে |
অনুষ্টানে বক্তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশী প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখলেও ক্রিকেটে বাংলাদেশী তরুনরা ব্যাপক অবদান রেখে চলেছে | বালাদেশী উদিয়মান ক্রিকেটার এ সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ ফ্রান্স জাতীয় ক্রিকেট দলে অন্তভুক্ত হয়েছেন | সম্প্রতি অনুর্ধ উনিশ দলে অনন্ত সরকারও দলভুক্ত হয়েছেন |এটা আমাদের জন্য অনেক পাওয়া | আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সব রকমের সহযোগীতা অব্যাহত রাখার অঙ্গিকার করেন অতিথিরা |
পরে ক্লাবের ২০১৯ সালের জার্সি উন্মোচন করা হয় |