পর্তুগালে প্রবাসী বাংলাদেশির ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ৩:০৩:১৫,অপরাহ্ন ১৭ জুন ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
নাঈম হাসান পাভেল, পর্তুগাল থেকে
আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৫ জুন ওয়ান ফ্যামিলি লিসবনের ঈদ পুনর্মিলনী বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ সংখ্যক প্রবাসী পরিবারের অংশগ্রহণে বনভোজনটি বাংলাদেশিদের মিলন মেলায় পরিনত হয়।
বনভোজনে সব বয়সীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় নানা। ছোটদের লক্ষ্যভেদ, নারী ও পুরুষদের জন্য কয়েকটি প্রতিযোগিতা এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে প্রদান করা হয় একটি করে টিকিট পরে র্যাফেল ড্রয়ের মাধ্যমে দশ জনকে পুরস্কার প্রদান করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন পর্তুগালের প্রবীণ বাংলাদেশি মো. শোয়েব মিয়া।
ঈদ পুনর্মিলনী এ বনভোজনের মূল সমন্বয়কারী ছিলেন ওয়ায়েজ খান, ফরিদ আহমেদ পাটোয়ারী ও মো. লুটন।
রান্না ও মেয়েদের ইভেন্টগুলোর পরিচালনায় ছিলেন শারমিন মৌ, যূথী, শারমিন আহমেদ, রাঁখি চন্দা রায়, ইতি ও সোমা হোসাইন।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন, নয়ন রায়, মোশাররফ হোসাইন, সাংবাদিক রনি মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, শিশির, শাহিন, জাফর সাদিক, সাইদুর রহমান, গোলাম রাব্বানী, জি এম আরিফ, শাওন ইসলাম, এনামুল হক, ইমরান শোয়াইব, হাসান চৌধুরী, শম্ভু নাথ সাহা, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, তারিকুল ইসলাম ও সাইদুর রহমান প্রমুখ।