ভারতের জনপ্রিয় অভিনেত্রি পায়েল মুখার্জী শূটিং করতে এখন লন্ডনে
প্রকাশিত হয়েছে : ১:২৬:৫২,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ৯৯০ বার পঠিত
বদরুল আলম,বার্মিংহাম থেকে
ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় জি এম ফারুকের রচনা ও পরিচালনায় ও সহকারী পরিচালক বদরুল আলম বাজ এর পরিচালনায় ইংল্যান্ডে চিত্রায়িত হচ্ছে “অন্ধকার পথ”। এতে নায়কের ভুমিকায় থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আমান রেজা ও মুখ্য অভিনেত্রি হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রি পায়েল মুখার্জি। আমান রেজার প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই। ছবি মুক্তির ক্ষেত্রে আমান এভাবেই একটু পিছিয়ে আছেন। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টির মত চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মাত্র ১২টি। আমান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি গ্রহণ করেছেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। মালয়েশিয়ায় তার নিজস্ব ব্যবসা রয়েছে, দেশে আইন ব্যবসায়েও নিজেকে জড়িত করতে আগ্রহী তিনি। আমানের বাবা আবু নাসের একজন ব্যবসায়ী । মা জাহানারা বেগম যশোর জেলার একজন বিচারক পদে কর্মরত। পরিবারে দুই বোন এক ভাইয়ের মধ্যে তাঁর অবস্থান প্রথম। ছোট দুই বোনের নাম সামিনা ও সাফিনা ওয়াহিদ।
পায়েল মুখার্জি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। পায়েল অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়াল মা দুর্গা, উল্ল্যেখ যোগ্য ভারতীয় বাংলা ছায়াছবি রাজ মুখার্জী পরিচালিত ফাস ও চল কোন্তাল, অভিজিত ও সুদেস্না রায়ের দেখ কেমন লাগে, সত্যজিত সেনের মাইকেল, প্রবাশ সরদারের ভানু আশ্বিনি কুমারের মারাটি/ নাগপুরি মোর গাও মোর দেশ ইত্যাদি সফল ছবিতে অভিনয় করেছেন। মারাটি ও হিন্দি ভাষার চলচ্চিত্রেও নাম লিখেয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রি। সম্প্রতি ‘ক্যাপ্টেন খান’ নামে একটি ঢাকাই ছবিতে ও অভিনয় করেছেন।
অন্ধকার পথে আরো অভিনয় করছেন ইংল্যান্ডের জনপ্রিয় সাংবাদিক ও পরিচিত মুখ বদরুল আলম বাজ, জাহাংগীর আলম, সাম উদ্দিন, সালমা সুলতানা, জায়েদ আহমেদ(মিন্টু) সনি চৌধুরী আরো অনেকে।।