নেদারল্যন্ডের আমস্টার্ডামে বাংলাদেশিদের ঈদপূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:২০:৩৪,অপরাহ্ন ১৪ জুন ২০১৯ | সংবাদটি ৬২৮ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল,নেদারল্যান্ড থেকে ফিরে
বর্ণাঢ্য আয়োজন ও জাকজমকের মধ্যে দিয়ে নেদারল্যান্ডের আমস্টার্ডামে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) বিকেলে অসড্রপ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মনমাতানো এ মিলনমেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
নারী নেত্রী ও কমিউনিটি ব্যক্তিত্ব স্বপ্না চৌধুরীর সভাপতিত্বে ও জনপ্রিয় উপস্থাপক বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ওহিদ উদ্দিন,জাহিদুল ইসলাম,সাইফুল চৌধুরী,আতিকুল ইসলাম, বাকিত চৌধুরী, নারী নেত্রী ঝুনু আক্তার, নারী নেত্রী নার্গিস পারভীন, নারী নেত্রী কেয়া খান, নারী নেত্রী মুক্তি ওয়াফি, নারী নেত্রী ইয়াসমিন বাবুল, নারী নেত্রী মায়া বেগম,শ্যামল দাদা , নারী নেত্রী সোনালী আক্তার,কামাল আহমেদ,নোমান আহমেদ,শরীফ উদ্দিন,নজরুল ইসলাম,আমিনুল ইসলাম,মানিক উদ্দিন,হাজি রুমি,হাসান আহমেদ, নারী নেত্রী শিলা হোসেন,রাশেদ আহমদ, নারী নেত্রী সালমা ইব্রাহিম, বেলি প্রমুখ।
অনুষ্ঠান বক্তারা বলেন, নেদারল্যান্ডে বাংলাদেশিদের সংখ্যা সীমিত হলে তাদের হৃদয়ে সারাক্ষন বাংলাদেশই বহমান। দেশের সকল দিবসে এখানকার প্রবাসীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে। ভাষা দিবস ,পহেলা বৈশাখসহ অন্যান্য দিবসেরমত ঈদ পুনর্মিলন পালন করে থাকে। এখানকার প্রবাসীদের মধ্যে কোন রাজনীতি বিদ্বেষ বা হানাহানি নেই। শান্তি প্রিয় এ দেশে প্রবাসী বাংলাদেশিরাও শান্তিপ্রিয়। সকলের সহমর্মিতায় একাগ্রতায় হাতে হাত কাঁধে কাঁধ রেখে চলে সবাই। এ ধারা অব্যাহত থাকবে বলে সকলেই বদ্বপরিকর।
অনুষ্ঠানের শুরুতেই মহিলা ও পুরুষদের বালিশ খেলা ছিল বিশেষ আকর্ষণীয়। এ ছিল পিঠা প্রদর্শন ও শিশুদের প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
ঈদ পুনর্মিলনী শেষে শুরু হয় বর্ণ্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন,স্বপ্না চৌধুরী,ফখরুল আজাদ,শ্যামল দা,জুনু আক্তার ,শিশু শিল্পী আনিশা ও লন্ডন থেকে আগত রওশন আরা মণি।
নারী নেত্রী স্বপ্না চৌধুরী ও ওহিদ উদ্দিনের সার্বিক পরিচালনায় পুরো অনুষ্টানটি হয়ে উঠেছিলো এক খন্ড বাংলাদেশ ।