কানাডায় বাংলাদেশী শিক্ষার্থীর সাফল্য
প্রকাশিত হয়েছে : ১২:৫০:৪৬,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৪৯০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ড. মোকাররম হোসেন দুই বছরের জন্য মর্যাদাপূর্ণ ব্যানটিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ লাভ করেছেন। তার যুগান্তকারী গবেষণা যা কোলোরেকটাল ক্যান্সার লিভার ম্যাটাসটাসিস এর নতুন চিকিৎসার সন্ধান দিতে পারে। এই গবেষণাটির ভিত্তি হলো তার নির্দেশক ড. পল কুবস’র আগের আবিষ্কার, যেখানে তিনি দেখিয়েছিলেন যে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে রোগপ্রতিরোধী কোষগুলো (ম্যাক্রোফেজ নামে পরিচিত) থাকে তা ক্ষতিগ্রস্ত লিভারকে সারিয়ে তুলতে সাহায্য করে। পেরিটোনিয়াল ক্যাভিটি হলো আমাদের পেটের ভেতরের ফাঁকা জায়গা যেখানে লিভার, পাকস্থলী, কোলন, প্যানক্রিয়াস ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গ অবস্থান করে।
ড. হোসেন বলেন, ‘আমি দেখছি, পেরিটোনিয়াল ক্যাভিটির ম্যাক্রোফেজগুলো ম্যাটাসটাটিক লিভার ক্যান্সারে আসছে এবং এই ক্যান্সার কোষগুলোর বৃদ্ধিতে সহায়তা করছে। আমি সরাসরি এই ম্যাক্রোফেজগুলোর গতি প্রকৃতি রেকর্ড করছি, যাতে কিভাবে তারা ক্যান্সারের উপস্থিতি সনাক্ত করে তা বুঝতে পারি। এটা করতে পারলে আমি তাদের ক্যান্সারে আসা ঠেকাতে পারব।’