বুদাপেস্টে নদীতে নৌকা ডুবে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১৯
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৩১,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৪১১ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিয়ুব নদীতে নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নৌকাটিতে ৩৩ জন ছিলেন যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার পর্যটক। নৌকাটি নোঙ্গর করার সময় অন্য একটি জলযান নৌকাটিকে আঘাত করলে এটি ডুবে যায়।
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের প্রিয় দানিয়ুব নদীর পানি ফেঁপে তীব্র স্রোত তৈরি হয়েছে।
ডুবে যাওয়া নৌকাটির নাম ‘হাবলেয়ানি’ বা ‘মারমেইড’ ছিল বলে শনাক্ত করা গেছে। দুই ডেকের এই নৌকাটিতে ৪৫ জন লোক একসঙ্গে বসে ভ্রমণ করতে পারতেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ১৯ কোরিয়ান নিখোঁজ রয়েছেন। দেশটির সরকার কর্মকর্তাদের একটি দলকে হাঙ্গেরিতে পাঠানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবারের প্রথম প্রহর থেকে নদীর ভাটির দিক বরাবর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। অভিযানে বহু নৌকা, ডুবুরি, স্পটলাইট ও রাডার স্ক্যান ব্যবহার করা হচ্ছে।
অভিযান শুরু করার কয়েক ঘণ্টা পর উদ্ধারকারী দল মারমেইডের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
উদ্ধারকারী দল সতর্ক করে জানিয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র স্রোত ডুবে যাওয়াদের আরও দূরে নিয়ে যেতে পারে। তাতে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে।
দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস বুদাপেস্টের কেন্দ্রস্থল থেকে দানিয়ুবের ভাটির দিকে তল্লাশি অভিযান পরিচালনা করছে।
বুদাপেস্ট থেকে দানিয়ুবের দক্ষিণ দিকের পুরো অংশজুড়ে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।