শেষ পর্যায়ে ‘একুশের গীতিকার’
প্রকাশিত হয়েছে : ১২:১৮:৪৮,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৫৭৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক
তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম নির্মাণ করছেন অমর একুশের সেই কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ কবিতার গীতিকার, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র ‘একুশের গীতিকার’। গত বছর দুই দফায় আবদুল গাফ্ফার চৌধুরীর লন্ডনের এজওয়ারের বাসভবনে এর চিত্রগ্রহণ সম্পন্ন হয়।
এই তথ্যচিত্রটির শেষ পর্যায়ের চিত্রগ্রহণ হবে জুনের মাঝামাঝি আবদুল গাফ্ফার চৌধুরীর জন্মস্থান বরিশালের উলানিয়া গ্রামে। সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে ‘একুশের গীতিকার’ এর ধারা বর্ণনায় কণ্ঠ দিয়েছেন কবি আসাদ চৌধুরী।
উল্লেখ্য, মাসুদ করিম ইতিপূর্বে ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ‘কৃষ্ণকলি’ এবং জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কে নিয়ে ‘বাতিঘর’ নির্মাণ করেন।
আগামী ১২ ডিসেম্বর আবদুল গাফ্ফার চৌধুরীর ৮৫তম জন্মদিনে ঢাকায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। আবদুল গাফ্ফার চৌধুরী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।