ইতালীতে কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১:৩২:০০,অপরাহ্ন ৩১ মে ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিত
মিনহাজ হোসেন , ইতালি প্রতিনিধিঃ
আল্লাহ র সন্তুষ্টি লাভের আশায় পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালি একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ।
রাজধানীর তরপিনাত্তারা মুসলিম সেন্ট্রাল মসজিদে আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান কামরুল, আবুল কালাম সায়মন, মাসুম বিল্লাহ, ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সহ সভাপতি মাহবুবুল কাদির ওয়েছ, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেক, মুন্সীগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইব্রাহীম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা বলেন” সকল হিংসা ও বিদ্বেষ ভুলে রমজান আমাদের যে ভ্রাতৃত্ব ও আত্মিক বন্ধনের সৃষ্টি করে তা পরবর্তী সময়েও পালন করতে হবে। তবেই এই সমাজ ও রাষ্ট্রে সমাজ গর্হিত কাজ গুলো বন্ধ হয়ে যাবে।
এই ইফতার মাহফিলে বৃহত্তর কুমিল্লা সমিতির আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা নজরুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি শাফিজুল হক শাফিজ, আনোয়ার হোসেন, আবুল কাশেম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক এ কে আযাদ ভুঁইয়া, সদস্য মাইনুল আলম খোকন, এ আর আহমেদ তপু, আবু সাইয়্যিদ ভুঁইয়া সহ আরো অনেকেই।
শেষে সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন তরপিনাত্তারা সেন্ট্রাল মসজিদের খতিব হুমায়ুন রশিদ রাজী।