মিলানে বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩:০০:৫৪,অপরাহ্ন ২৯ মে ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
ইতালির মিলানে বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কনসাল শামসুল আহসান।
ইফতার পূর্বে রমজানের উপর তাৎপর্য নিয়ে আলোচনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ সোবহান।
আগত মুসল্লিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক রিন্টু , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
সিনিয়র সহ সভাপতি মোতাহার মজুমদার,সহ সভাপতি নওশাদ, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, আব্দুল্লাল আল মামুন, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, কোষাদক্ষ ফাহাদ পাটুয়ারী, উপদেষ্টা শাহ আলম, মনসুরুল আনোয়ার, হানিফ শিপন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিলান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মিলান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, যুগ্ম সম্পাদক হানিফ শিপন, জামিল আহমেদ, মঞ্জুর হোসেন সাগর, মিলান বিএনপির যুগ্ম সম্পদক আসাদুজ্জামান রিপন, মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি জাকির হোসেন, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম,আওয়ামীলিগের প্রবীণ নেতা আকরাম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজি শাহ আলম, বৃহত্তর নোয়াখালী সমিতির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, বাংলা প্রেসক্লাব মিলানের সভাপতি এ কে রুহুল সান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,নবীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ চৌধুরী সহ মিলানের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্দি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।