ফ্রান্সের তুলুজে ২৭ তম আন্তর্জাতিক ভাষামেলায় বাংলাদেশীদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৪৩,অপরাহ্ন ২৮ মে ২০১৯ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
মিশুক হোসেন , তুলুজ থেকে
সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজে জনগোষ্ঠীর একগুচ্ছ রীতি-নীতি, ধ্যান-ধারণা ও সামাজিক আচরণকে বুঝে থাকি| ভৌগলিক সীমান্তের দরুন সাংস্কৃতিক পার্থক্য ঘটে থাকে | কোন একটি বিশেষ সংস্কৃতির ক্ষেত্রে ভাষা, বর্ণ, খাদ্যাভাস, সামাজিক আইন-কানুন, সঙ্গীত এবং শিল্পকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে|
স্মরণাতীত কাল থেকে বিভিন্ন জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি বহন করে নিয়ে আসে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন প্রজন্মের হাতে তা হস্তান্তরিত হয়েছে| সংস্কৃতির মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে এবং একই সাংস্কৃতিক পটভূমিতে একটি জনগোষ্ঠী গড়ে তোলে|
বিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া জনগোষ্ঠীর পরিচায়ক রূপে সেই জনগোষ্ঠীর সংস্কৃতিকে চিহ্নিত করা হয়| সাংস্কৃতিক পরিণয় মাধ্যমেই আমরা পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন গুণাবলী অর্জন ও ধারণ করে থাকি, যা জীবনের অর্থ চিহ্নিত করে| সাংস্কৃতিক বহনের মাধ্যমেই কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ ফুটে উঠে|
আর এই সকল সংস্কৃতি তুলে ধরার লক্ষে, ফ্রান্সে তুলুজ শহের আয়োজিত হয়ে গেলো ২৭ তম আন্তর্জাতিক ভাষামেলা ২০১৯ । ১৯৯২ সালে তুলুজ শহরে Carrefour Culturel Arnaud-Bernard এর উদ্যেগে স্থানীয় মেয়র এর সহযোগিতায় সর্বপ্রথম এই মেলার আয়োজন করা হয় । ফ্রান্সের মধ্যে মারসাই এর পর তুলুজ দ্বিতীয় শহর যেখানে এই মেলা হয়ে থাকে । এছাড়া ইউরোপের অন্যান্য কোন দেশে এখন পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়নি । এই মেলায় প্রতি বছর ১৫০ টির ও অধিক দেশ অংশগ্রহন করে থাকে ।
মেলায় প্রতিটি দেশকে স্থানীয় মেয়র এর পক্ষ থেকে স্টল প্রদান করা হয়ে থাকে । দুপুর ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত একদিনের এই মেলায় প্রতিটি দেশ তার নিজ নিজ দেশের ঐতিহ্যও সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরেন ।
তার মধ্যে রয়েছে ঐতিহ্যওবাহী খাবার , নানা রংবেরঙের পোশাক , বাদ্যযন্ত্র সহ অন্যান্য জিনিস পত্র । এর পাশাপাশি প্রতিটি দেশ তাদের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের ফেস্টুন ও ম্যাগাজিন প্রদশন করে থাকেন এই মেলায় ।
মেলার এক পাশে সাজানো হয় উন্মুক্ত মঞ্চ,যেখানে প্রতিটি দেশ তাদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন নানান ধরনের অংশগ্রহণের মাধ্যমে, তার মধ্যে রয়েছে নাচ, গান,আবৃত্তি নাটকসহ বিভিন্ন ভাবে।
ফ্রান্সের তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পক্ষে ২০০৪ সালে সর্ব প্রথম বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজ–ফ্রান্স এই মেলায় অংশগ্রহন করে থাকেন । দীর্ঘ ১৫ বছর ধরে এই মেলায় অংশগ্রহন করার ফলে ফ্রান্স সমাজে পরিচিতি লাভ করে নিয়েছে বাংলাদেশের ঐতিহ্য,সংস্কৃতি ও ইতিহাস ।
প্রতি বছরের মতো এবারো ২৭তম আন্তর্জাতিক ভাষামেলা ২০১৯ এ অংশগ্রহন করেন বাংলাদেশ। বিগত বছর গুলোর মতো এবারো বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজ–ফ্রান্স ।
বাংলাদেশের স্টলে প্রদর্শন করা হয় বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত ফ্রান্স ভাষায় অনুবাদ করা বই , বাংলা বর্ণমালা , বাংলাদেশের ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১ এর মুক্তিযোদ্ধা সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র ।
উন্মুক্ত মঞ্চে গ্লরিয়া ইভার পরিচালনায় বাংলাদেশী নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিশু শিল্পীরা ।
এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজ–ফ্রান্স এর সভাপতি ফখরুল আকম সেলিম , জাহাঙ্গীর হোসেন ,শ্রীবাস দেবনাথ দেব , জোসেফ ডি কস্তা , তাজিম উদ্দিন খোকন, ফারুক হোসেন , ফিরোজ আল মামুন, শাকিল চৌধুরি, মার্ক রায় , রেমন্ড ডি কস্তা ও মিশুক হোসেন ।
প্রবাসী বাংলাদেশীরা সহ বিশ্বের অন্যান্য দেশের মানুষের আগমনে এই মেলা পরিণত হয়ে এক আন্তর্জাতিক মিলন মেলায় ।