বার্সেলোনায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:৫৫:১৫,অপরাহ্ন ২৭ মে ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিত
ছালাহ উদ্দিন ,বার্সেলোনা প্রতিনিধি :
শনিবার (২৫ মে) “বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কাতালোনীয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের।
বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনীয়াএর সভাপতি আশরাফ হোসেন মানুনের সভাপতিত্বে ও ক্রিকেট ক্লাবের সহ সভাপতি এ,আর লিটুর পরিচালনায় পুরস্কার বিতরনী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন পার্লামেন্টের ই’আরসি দলের সাবেক এমপি রবার্ট মাসিহ নাহার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কনস্যুলেট সিনিয়র রামন পেদ্রো।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঙ্গালি ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সভাপতি নাদেম আশেক রহমান,বাদালোনা ক্রিকেট ক্লাব এর সভাপতি
তুহীন ভূঁইয়া,বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন।
এছাড়াও এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার প্রধান উপদেস্টা আওয়াল ইসলাম,বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার সাধারণ সম্পাদক হীরা আলম সহ মুজিবুর রহমান তুতা,শাহ আলম স্বাধীন,শফিক খান,সাব্বির আহমদ দুলাল,জাকির হোসেন,ফরহাদ মীর রাজন সহ অন্যানরা।এসময় আরোও উপস্থিত ছিলেন বার্সেলোনার বিভিন্ন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়বৃন্দ সহ কমিউনিটির সামসজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি সাবেক এমপি রবার্ট মাসিহ নাহার বাংলাদেশি ক্রিকেটার্সদের উদ্যেশ্য করে বক্তব্যে বলেন স্পেনের সরকার খেলাদুলার প্রতি সবসময় মূল্যায়ন করে আর সে জন্য বিশ্বের কাছে স্পেন একটি ফুটবলের জনপ্রিয় দেশ হিসেবে পরিচিত।তিনি আরো ও বলেন তার দলের পক্ষ থেকে সবরকম সহযোগীতা থাকবে বাংলাদেশি সহ এশিয়ার বিভিন্ন দেশের যারা স্পেনে ক্রিকেট খেলার চর্চা করে যাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কাতালোনীয়ার নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আগামী সেপ্টেম্বরে ২০১৯সে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত হবে ত্রি-দেশিয় এশিয়া কাপ ক্রিকেট ট্রুনামেন্ট খেলা এই খেলায় বাংলাদেশের সকল ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে এতে সকলের সহযোগিতার প্রয়োজন হবে এবং সবাই বাংলাদেশের বিজয় নিয়ে আসতে সকল ধরনের সহযোগিতার আহবান জানান।
উলেখ্যঃ সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ খেলাটি শুরু হয়েছিলো গত মার্চ মাসে এবং এই খেলায় অংশগ্রহণ করেন বার্সেলোনার বাংলাদেশি বিভিন্ন ক্লাবের মোট আট টি দল এবং এর মধ্যে ফাইনাল খেলে “পুবালী সংস্থা ক্রিকেট দল,বনাম সান্তাকলমা ফ্রেন্ডস ক্লাব ।এই খেলায় ফাইনালে বিজয়ী হয় সান্তাকলমা ফ্রেন্ডস ক্লাব ।
সবশেষে অনুষ্ঠানে আসা অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং পরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।