ইতালীতে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৪০:২২,অপরাহ্ন ২৫ মে ২০১৯ | সংবাদটি ৩৬৫ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধিঃ
একঝাঁক আগামী দিনের স্বপ্ন দেখা ইতালিস্থ যুব সমাজ রাজধানী রোমের ব্যবসায়িক এলাকা ভিক্টোরিয়ার ফ্লেভার্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
২৩ মে বৃহসবৃহস্পতিবার এই ইফতারে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, সভাপতি মনিরুজ্জামান মনির, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন বাবুল, মাহবুব আলম প্রধান, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, শামিমা পপি, মেহেনাজ তাব্বাসুম শেলি, ইফরোজা খানম ইফা, শরীয়তপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, শহিদুল ইসলাম বাদশা,আফসার বেপারী, জাকির হোসেন গনি প্রমুখ।
যুব সমাজের নেতৃবৃন্দের মধ্যে উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, হাবীব মোকদম, ফারুক খালাসি, মোহাম্মদ আলী, শেখ মামুন, শাহাদাত হোসেন রনি, আলাউদ্দিন শিমুল,সুজন হাওলাদার, জহিরুল ইসলাম, শামীম মুন্সী, আমিন বেপারী, ইমরান মাতবর, সারোয়ার, সাব্বির রহমান, শহিদুল ইসলাম, রবিউল হোসেন সুনাম, বোরহান চৌকিদার সহ সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় যুব সমাজের নেতৃবৃন্দরা বলেন” অগ্রজ দের পাশে থেকেই কমিউনিটির বিভিন্ন উন্নয়ন মূলক কাজে এই যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। যেন রোমে অবস্থান রত দ্বিতীয় প্রজন্মের কাছে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল একটি বাংলাদেশের রূপ চিত্র তুলে ধরতে পারে। শেষে সারা বিশ্বে র মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।