কাতারে মৌলভীবাজারের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু,শোক
প্রকাশিত হয়েছে : ২:১৬:৪১,অপরাহ্ন ২৫ মে ২০১৯ | সংবাদটি ২১৫১ বার পঠিত
কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
জানা যায় গতকাল বিকাল পাঁচটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হামাদ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় স্হানীয় সময় আজ ভোর সাড়ে চারটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
নিহত মোঃ নাজিবুল বাশার (৩৫) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশের নগরের সাদেক মিয়ার পুত্র।
এক ছেলে ও এক মেয়ের জনক নাজিবুল বাশার জীবন জীবীকার টানে তিন বছর আগে কাতার আসেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নাজিবুল বাশারের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ |