ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:০৮:২৯,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৫৫১ বার পঠিত
মিনহাজ হোসেন ,ইতালী প্রতিনিধিঃ
রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, রোজার সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ। পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সন্মানে প্রতি বছরের ন্যায় এবারও মহিলা সমাজ কল্যান সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২২শে মে বুধবার রোমের তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকার বাংলার স্বাদ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ্ র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দা শামীমা জামান এর পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক বাবলি ইউসুফ সহ মহিলা সমাজ কল্যান সমিতির সকল নেতৃবৃন্দদের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রশিদ, বাংলা প্রেসক্লাব ইতালী সিনিয়র সহ সভাপতি লাবণ্য চৌধুরী, ই পি বি এ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান রবিন, ইতালী কেন্দ্রীয় বি এন পি সহ দপ্তর সম্পাদক সোহাগ খান, গোপালগঞ্জ জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিন্টু, মহিলা নেত্রী শাপলা আক্তার প্রমুখ।
এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন ,রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেস দুর হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন সহ মহিলা সমাজ কল্যান সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও মহিলা সমাজ কল্যান সমিতির নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নার্গিস আক্তার, আঁখি সিমা কাওসার, নিলুফা বানু নীলা, ফাতেমা কবির, সায়মা পিংকি, সিমু বেগম, তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী, সালমা আক্তার, মেহেনাস তাব্বাসুম শেলি, মিলি, নার্গিস আক্তার, মনি আক্তার, ইফরোজা খানম ইফা, জেসমিন আম্বিয়া, সুরাইয়া আক্তার, খুশবু, সালমা পারভীন মনি, পরশ মনি, ফাতেমা বেগম, মিলভা শাহ, নিগার, হ্যাপি, মিতু বেগম, রিমি আক্তার, আমেনা বেগম, শামীমা চৌধুরী, সাথী, শিলা, রুনু, পারভিন, আশা, কানিজ সহআরো অনেকেই।
পরিশেষে সমিতির সভাপতি লায়লা শাহ্ বলেন,প্রবাসের মাটিতে মহিলাদের ঐক্যবদ্ধ করে মহিলাদের যে কোন সমস্যায় এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা। আগামীতে রোমের সকল মহিলাদের নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।