প্যারিসে নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের আলোচনা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৩৭,অপরাহ্ন ২২ মে ২০১৯ | সংবাদটি ৪৮২ বার পঠিত
মোহাম্মদ নুরুল আলম :
প্যারিসের ক্যাতসুমায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতি (ফ্রান্স) এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শেখ আরিফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুনসুর আলির সঞ্চালনায় ইফতার মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ফরিদ উদ্দিন এবং দপ্তর সম্পাদক কামরুজ্জামান বাবলুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ,সংগঠনের সিনিয়র সহসভাপতি রাসু মিয়া, সহসভাপতি নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মান্না, সম্মানিত সদস্য ছলিম উল্যা, সুলতান আহমেদ সোহেল, আসাব চৌধুরী, সৈয়দ এজহার মুমিত, আব্দাল আহমেদ, আলমগীর আহমেদ, জাহান চৌধুরী, দুলাল মিয়া প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বপন মিয়া, দলিল মিয়া, জুনেদ আহমেদ, সোহান আহমেদ, রিন্জন আহমেদ, মসহুদ, শেখ নিজামউদ্দিন, শাহনাওয়াজ, লিটন আহমেদ, এমরান সহ আরও অনেকে।
এতে প্যারিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথিদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শাস্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সবশেষে সংগঠনের সভাপতি শেখ আরিফ হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, নবীগঞ্জ সমাজ কল্যাণ সমিতি (ফ্রান্স) এর সম্মানিত সদস্যদের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার অসহায় ও গরিব ৩৯ টি পরিবারকে এই রমজান মাস উপলক্ষে ৩,০০০ টাকা করে সহায়তা করতে পেরেছি এভাবে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ভবিষ্যতে এভাবে ধারাবাহিক সহযোগিতা করতে পারবো। আগত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি করেন।
ইফতারের আয়োজনে ছিল বাহারি রকমের ইফতার ও সিলেটের ঐতিহ্যবাহী ভুনা খিচুড়ি।