মিলানে বৃহত্তর সিলেট সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:২৪:৩১,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত
মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধিঃ
ইতালির মিলানে সিলেট প্রবাসীদের বৃহৎ সংগঠন বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার স্থানীয় রিপামন্তি ইসলামিক সেন্টার জামে মসজিদে ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী,কনসাল রফিকুল করিম।
আগত রোজাদারদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান সমিতির প্রধান উপদেষ্টা কবির মিয়া,উপদেষ্টা জিনু মিয়া মেম্বার,তারা মিয়া,শাহীন আহমেদ,আব্দুল হান্নন,সুয়েব মিয়া,আজিম উদ্দিন,অলিউর রহমান ,অধীর দে, লুতফুর রহমান,মতিউর রহমান,ফয়েজুর রহমান,ইমাম উদ্দিন।
ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিলান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা,যুগ্ম সম্পাদক চঞ্চল রহমান,মঞ্জুর হোসেন সাগর,জামিল আহমেদ, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার বেপারী,বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি আব্দুল খালেক রিন্টু,বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব,বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন,যুগ্ম সম্পাদক রুহিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জাকির হোসেন,কুমিল্লা সমিতির সাবেক সভাপতি হাজি শাহ আলম ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জাছিম আহমেদ,মৌলভবাজার জেলা সমিতির সাবেক সভাপতি নাজমুল হোসেন,নবীগঞ্জ ওয়েফায়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি সাচ্চু মামুন সহ মিলানের বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ,রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে বিশ্ব মুসলমানদের শান্তি ও প্রবাসীদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন ইসলামিক সেন্টার এর ইমাম মাওলানা কবির আহমেদ।