বার্সেলোনায় মুসলিম কমিউনিটির তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:০০,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৫০৯ বার পঠিত
মোঃছালাহ উদ্দিন(বার্সেলোনা,স্পেন)
স্পেনের বার্সেলোনায় রমজান উপলক্ষে মুসলিম কমিউনিটি বার্সোলোনার উদ্যোগে তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মে রবিবার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান।
অনুষ্ঠানের প্রথম অংশে সংগঠনের উদ্যোগে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রথমে মহিলাদের উদ্দেশ্যে কোরআন তাফসির করা হয়। এতে প্রায় দুই শতাধিক মহিলা আলাদা রুমে অবস্থান করে মাওলানা আবুল হোসেন খানের বয়ান শুনেন।
পরে আসরের নামাজের পর থেকে ইফতারে পূর্ব পর্যন্ত পুরুষদের জন্য প্রধান আলোচক ইসলামী জীবন ব্যবস্থা ও আমাদের জীবনের তার প্রয়োগ এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদের উপস্থাপনায় সংগঠনের সদস্যবৃন্দসহ কমিউনিটির ধর্মপ্রাণ প্রায় চারশত মুসাল্লি তাফসীরুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথমে শিশুদের কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা আরো অংশ নেন কাতালান বংশদ্ভুত নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী মোহাম্মদ ইউসুফ।
তাফসিরুল কোরআনশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত মুসাল্লিদের মাঝে রমজানের ইফতার পরিবেশন করা হয়।