মঙ্গলবার ইতালী প্রবাসী সিলেটি যুব সমাজের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭:০৭:৫০,অপরাহ্ন ২০ মে ২০১৯ | সংবাদটি ৫৬০ বার পঠিত
মেহেনাস তাব্বাসুম শেলি,রোম প্রতিনিধিঃ
সিয়াম সাধনার মাস রমজান এই রমজানে রোজাদারদের সম্মানে ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতালী প্রবাসী বৃহত্তর সিলেটি যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী মঙ্গলবার (২১শে মে ২০১৯) ১৬ রমজান তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদ (T M C) তে।
ইফতার ও দোয়া মাহফিলে রেজাউল করিম রিপন, জামিল উদ্দিন, আব্দুল মুকিত, এ টি এম শাহজাহান আতিকুল ইসলাম, সফিকুল আলম, মুসলিম মিয়া, শেখ দিলু, ছালিক আহমেদ, জুনেদ আহমেদ, আরফিন আহমেদ এদের আমন্ত্রণে ইতালীস্হ রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনসহ সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সকল ধর্মপ্রাণ প্রবাসীদের শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেটি যুব সমাজের আয়োজকরা।