কাতারে সিলেট বিভাগ সমাজকল্যাণ পরিষদ এর অভিষেক ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩:২৬:৩৩,অপরাহ্ন ১৮ মে ২০১৯ | সংবাদটি ৭৫৩ বার পঠিত
শুয়াইব আহমদ, কাতার থেকে
সিলেট বিভাগ সমাজকল্যাণ পরিষদ কাতারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল ১৭ ই মে শুক্রবার দোহার অভিজাত হিরাজিল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এস কে লোকমান সিদ্দিকীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম রেজুর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কাতারস্ত ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালিক।
বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশান কাতার এর যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মালেক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সিরাজুল ইসলাম শাহীন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ শাজান মিয়া,জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি জুবের খাঁন,আলাল খাঁন,রিয়াজ হাসান তালুকদার।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুস শহীদ,সহ সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ইসহাক লিমন শাহ্সহ আরোও অনেকে।
সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে দেশ ও দেশের জনগণের কল্যাণ ও শান্তি কামনা করে এবং প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ্ কাতার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম।