প্যারিসে স্বজন ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:১৩:২০,অপরাহ্ন ১৭ মে ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
আবুল কালাম মামুন
প্যারিসে স্বজন ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্যাথসীমার সোনার বাংলা রেষ্টুরেন্টে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুর রাজ্জাকের পবিত্র কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিল পূর্বে মামুনুর রশিদ ও মাওলানা কাওছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় এ সময় বক্তব্য রাখেন,মো নুরুল আমিন,কামরুল হাসান,ডাক্তার আহমেদ জাকির,কামাল আহমদ,সালেহ আহমদ,মুজাহিদুল ইসলাম,আজমল উদ্দিন,শাহজাহান,কামরুল ইসলাম সেলিম,শহীদ মিয়া,মামুনুর রহমান চৌধুরী,মুজিবুর রহমান,আলফু মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,স্বজন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবতার কল্যানে কাজ করে চলেছে। দেশ বিদেশে রয়েছে এ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য। সকলের আন্তরিক সহযোগিতায় স্বমহিমায় এগিয়ে চলছে এ সংগঠন। আগামীতে ও এ ধারা অব্যাহত থাকবে।
পরে প্রবাসী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।