কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:১৯:১৫,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
শুয়াইব আহমদ, কাতার থেকে :
কাতারে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ” এর দোয়া ও ইফতার মাহফিল প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাতারের রাজধানী দোহা,র নাজমা সুক হারাজ মার্কেটে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জসিম উদ্দিন দুলালের সভাপতিত্বে ও শিক্ষক তাফসির উদ্দিন ও রাজ রাজিবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আহ্বায়ক আফনান দুলাল, কাউন্সিলর শাহ আলম, উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সাজেদুর রহমান,নাজমুল হোসেন,বাবুল মেম্বার,মাওলানা ইউসুফ নূর, তৌফিক চৌধুরী,ফখরুল ইসলাম,মোস্তাক আহমেদ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কাতার এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল আমিন। জালালাবাদ এসোসিয়েশান কাতার এর সভাপতি নজরুল ইসলাম সিসি,সিনিয়র সহ সভাপতি মোঃ কফিল উদ্দিন।
অধ্যাপক আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শফিকুল ইসলাম তালুকদার বাবু, আব্দুল মতিন পাটোয়ারী, শফিকুল ইসলাম প্রধান, ইঞ্জিনিয়ার আবু রায়হান,আবু ছায়েদ, শহিদুল হক,এম এম নূরু,ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ,শওকত
হোসেন,শাহ আলম খান,আল আমিন খান, ইয়াছিন পাশা, ইকবাল আহমেদ রনি,বাবুল গাজী, মোহাম্মদ রিপন মিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।