ইতালী যাবার পথে নৌকাডুবিতে সিলেটের ১৯ জনের সলিল সমাধি
প্রকাশিত হয়েছে : ৩:০৭:০৪,অপরাহ্ন ১৪ মে ২০১৯ | সংবাদটি ৫২০ বার পঠিত
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে ২৭ বাংলাদেশির সলিল সমাধি হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগেরই ১৪ জন।
নিহতরা হলেন, সিলেট বিয়ানীবাজারের রফিক ও রিপন, ফেঞ্চুগঞ্জের লিমন আহমেদ, আব্দুল আজিজ, আহমেদ ও আয়াত, একই জেলার দক্ষিণ সুরমার জিল্লুর, হাউড়তোলা এলাকার আমাজল, বিশ্বনাথের খোকন, রুবেল, বেলাল, গোলাপগঞ্জের মারুফ।
এছাড়াও একই জেলার জিল্লুর রহমান, মনির ও কাসিম আহমেদ নামে আরও তিন জন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ার শামীম ও বাইল্যাহার এলাকার ফাহাদ এবং সুনামগঞ্জের মাহবুব (১) ও মাহবুব (২) ও নাদিম।