বউ পেটানো বাংলাদেশ দূতাবাস কর্মীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:০৩,অপরাহ্ন ১১ মে ২০১৯ | সংবাদটি ৪০৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অফিস সহকারী দেলোয়ার হোসেনকে আগামী রবিবারের মধ্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পারিবারিক কলহ ও বউ পেটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাকে ওই নির্দেশ দিয়েছে।
দেলোয়ারের বিরূদ্ধে বউ পেটানোর অভিযোগ বাংলাদেশ দূতাবাসের তদন্তেও প্রমাণিত হয়েছে।
জানা যায়, দেলোয়ারের স্ত্রী যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে নির্যাতনের অভিযোগ করেছিলেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে পরিস্থিতি বেগতিক দেখে দেলোয়ার ও তার স্ত্রী আবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে জানান যে তাদের পারিবারিক বিরোধ মিটে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাতে সন্তুষ্ট না হয়ে তাদের দুজনকেই যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে চলে আসার নির্দেশ দিয়েছে। অন্যথায় দেলোয়ারের বিরূদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে।
দেলোয়ার হোসেন দুবছর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে অফিস সহকারী পদে যোগ দেন। এর আগে তিনি ঢাকায় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন।