লন্ডনের ইলফোর্ড মসজিদে তারাবির জামাতে গুলি
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:০৮,অপরাহ্ন ১০ মে ২০১৯ | সংবাদটি ১৭৪০ বার পঠিত
ফয়সল মাহমুদ,লন্ডন থেকে :
পুর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত ইলফোর্ডে সেভেন কিংস মসজিদে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে তারাবীহর নামাজ চলাকালে এ গুলাগুলির ঘটনা ঘটে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, গুলাগুলির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মসজিদ প্রাঙ্গনে ব্যাপক পুলিশী উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মেট্রোপলিটন পুলিশ গুলিবর্ষনের ঘটনা নিশ্চিত করলেও এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর তাদের কাছে নেই বলে জানিয়েছে।
তবে মসজিদটিতে ব্যাপক পুলিশী উপস্থিতি রয়েছে।
এদিকে, অন্য একটি সূত্র জানিয়েছে সম্পূর্ণ মূখ ঢাকা এক ব্যক্তি তারাবীর জামাতের সময় মসজিদে ঢুকার পর এই গুলিবর্ষনের ঘটনা ঘটে।
গুলির শব্দে মুসল্লীদের মধ্যে হুলস্তুল শুরু হলে এই সুযোগে ঐ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। কর্তৃপক্ষ মসজিদটি সাথে সাথে বন্ধ করে দেন।
ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পুরো মসজিদটি ঘিরে ফেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর বিস্তারিত কিছু জানা যায়নি।