স্পেনে সিপার আহমদকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২:৫৩:২১,অপরাহ্ন ০৮ মে ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারন সম্পাদক সিপার আহমেদ স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে|
আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের বিগতদিনের বিভিন্ন কার্যক্রমে সিপার আহমেদের অগ্রনীভুমিকা সহ তার দায়িত্ব কালীন সময়ের উল্লেখযোগ্য দিক তুলে ধরেন, আহবায়ক আব্দুল মুজাক্কির এর সভাপতিত্বে মাদ্রিদের মেহমান খানা রেষ্টুরেন্টে গত ৬ মে সাংবাদিক দবির তালুকদার ও সানুর মিয়া ছাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি লুতফুর রহমান, মিনহাজুল আলম মামুন, বকুল খান, ,ইসলাম উদ্দিন ,সুহেল আহমেদ সামসু, আসাদুর রহমান ছাদ, এমদাদুল হক,ফয়জুর রহমান,জিসান আহমেদ উসমান , আব্দুল হামিদ সঞ্জু, হুমায়ুন কবির রিগ্যান, তানিম চৌধুরী, মিসবাহ উদ্দিন, জেন্স সিপার, মিলাদ আহমেদ, আসাদ খান,ফজির আলী নাদিম,জাকির চৌধুরী ,আখতার হুসেন, ময়নুল ইসলাম,নজরুল ইসলাম সহ মাদ্রিদে বসবাসরত গ্রেটার সিলেটের নেতৃবৃন্দ। এ সময় সংবর্ধীত অতিথি সিপার আহমেদ বলেন মাদ্রিদের বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধু দের সাথে দীর্ঘদিনের স্মৃতি বুকে লালন করেই উন্নত জীবনের আসায় যুক্তরাজ্য গমন করছি, এক সাথে পথচলার এ সময় এবং অবিজ্ঞতা টুকু জীবনের প্রতিটি বাকে প্রেরণা যোগাবে, তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। সিলেটবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে কমিউনিটি উন্নয়নে সম্পৃক্ত থাকার অনুরোধ জানান।